ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

অ্যাকশন থ্রিলার ‘শান’ মুক্তি পেয়েছে ৩৪ প্রেক্ষাগৃহে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ৩ মে ২০২২

অবশেষে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে ঈদের দিন মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘শান’। ঈদের দিন থেকে দেশর বিভাগীয় শহরগুলোর বড় ও ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোয় মুক্তি পায় সিনেমাটি। 

জানা যায়, ঈদের পর ধাপে ধাপে আরও কয়েকটি দেশে মুক্তি পাবে সিনেমাটি।

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ ৩৪টি হলে মুক্তি পেয়েছে। ‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

পরিচালক জানান, শান সব সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলে মুক্তি পাচ্ছে। এখন পর্যন্ত হল সংখ্যা ৩৪টি। তবে ঈদের আগে আরও দুই একটি বাড়তে পারে।

পরিচালক আরও বলেন, “এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। মুক্তির সব প্রস্তুতি শেষ, এবার দর্শকের ভালোবাসায় সিক্ত হবার জন্য আমরা অপেক্ষা করছি। আশা করছি সেই ভালোবাসা আপনারা আমাদের দেবেন।”

নায়ক সিয়াম আহমেদ বলেন, “অন্যতম স্বপ্নের প্রজেক্ট সিনেমাটি। চাই, সিনেমাটি দর্শকরা হলে দিয়ে দেখুক। সিনেমাটি দেখার পর ভালোমন্দ নিয়ে আলাপ করুক।”

সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

পবিত্র ঈদুল ফিতরে ‘শান’ যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে— স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স সী (মান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস ( যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ঢাকা (মধুমিতা সিনেমা), ঢাকা ( শ্যামলী সিনেমা), ঢাকা (আনন্দ সিনেমা), ঢাকা ( বিজিবি সিনেমা হল), ঢাকা ( সিলভার স্ক্রীন), চট্টগ্রাম (মধুবন সিনেপ্লেক্স), বগুড়া ( বর্ষা সিনেমা), জয়দেবপুর (চন্দ্রিমা সিনেমা), শ্রীপুর ( নিউ মেট্রো), নারায়ণগঞ্জ (সিনেস্কোপ), নারায়ণগঞ্জ ( ঝংকার সিনেমা), পাঁচদোনা ( ছায়াবানী সিনেমা), ময়মনসিংহ ( শঙ্খ সিনেমা), খুলনা ( লিবার্টি সিনেমা), খুলনা (সুগন্ধা সিনেমা), চট্টগ্রাম ( রূপকথা), শেরপুর ( মধুমতি), ভৈরব ( নবীন সিনেমা), মানিকগঞ্জ ( মালঞ্চ সিনেমা), টাঙ্গাইল ( মাধবী সিনেমা), মধুপুর ( মেহেরপুর সিনেমা), মেহেরপুর ( সঙ্গীতা, সাতক্ষীরা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রাজমহল (চাঁপাই নবাবগঞ্জ), মম ইন (বগুড়া), রাধানাথ (শ্রীমঙ্গল), ডায়মন্ড সিনেপ্লেক্স ( বোয়ালমারী, ফরিদপুর)।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি